সহজ ভাষায় বলতে গেলে আপনার এডসেন্স একাউন্টে যখন ১০$ আর্নিং হবে তখন গুগল এডসেন্স থেকে একটা ভেরিফিকেশন চিঠি পাঠাবে আপনার ঠিকানা এবং আইডেন্টিটি যাচাই করার জন্য। অর্থ্যাৎ গুগল এডসেন্স থেকে আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এবং প্রথম পেমেন্ট রিলিজ করার আগে একটা চিঠি পাঠাবে।সেটাই পিন ভেরিফাইড নামে পরিচিত।